গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪ শ্রমিক দগ্ধ
চট্টগ্রামের সীতাকুণ্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কুমিরা এলাকায় শীতল এন্টারপ্রাইজ নামে একটি শিপ ইয়ার্ডে জাহাজ কাটার সময় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- কুড়িগ্রামের মো. শাহজাহান (৪০), মোকসেদুল (৩০), মো. নাদিম (৩০) ও আল আমিন (৩০)।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পঙ্কজ বড়ুয়া জানান, দুঘর্টনার পরপরই অগ্নিদগ্ধ চারজনকে হাসপাতালে আনা হয়। আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) বার্ন এ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন আছেন।
চমেক হাসপাতালের বার্ন এ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের চিকিৎসক মৃনাল কান্তি দাশ জানান, দগ্ধ চারজনের শরীরের ১৮ থেকে ২০ শতাংশ পুড়ে গেছে। তবে সবাই আশঙ্কামুক্ত।
শিপ ইয়ার্ডের মালিক দিদারুল ইসলাম জানান, সকালে কাজ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।নিজেদের কারণেই তারা এ দুর্ঘটনার শিকার হন।