গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি ২ মার্চ

01/03/2017 10:45 amViews: 6
গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি ২ মার্চ
 
গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি ২ মার্চ
গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। আগামী বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘন্টা এ কর্মসূচি পালন করা হবে। রাজধানীর কোন এলাকায় অবস্থান নিয়ে কর্মসূচি পালন করবে বিএনপি তা এখনো চূড়ান্ত হয়নি।
মঙ্গলবার নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, সরকারের জবাবদিহিতা না থাকলে ক্ষমতাসীনদের বেপরোয়া সিদ্ধান্তে জনজীবনে এক দুর্বিষহ অনিশ্চয়তা বিরাজ করবে। যেহেতু প্রতিবাদী কণ্ঠকে ফাঁসির দড়িতে চেপে রাখা হয়, সেহেতু যে কোনো গণবিরোধী সিদ্ধান্ত নিতে গণবিচ্ছিন্ন সরকার পিছপা থাকে না। সমপ্রতি গ্যাসের সীমাহীন মূল্যবৃদ্ধি সরকারের অগণতান্ত্রিক একগুঁয়ে দানবীয় আচরণেরই বহিঃপ্রকাশ।
তিনি বলেন, এই সরকার জনগণকে খোয়াড়ের প্রাণী মনে করে বলেই জনগণের ইচ্ছাকে অগ্রাহ্য করতে দ্বিধা করে না। ক্ষমতাসীন হওয়ার পর থেকে এই সরকার গ্যাসের পাঁচগুণ মূল্য বৃদ্ধি করেছে। যার ‘চেইন রিঅ্যাকশন’ এ শিল্প-বাণিজ্য-কৃষিতে বিরূপ প্রভাব পড়েছে, মধ্য ও নিম্ন আয়ের মানুষরা চরম সঙ্কটের মধ্যে পড়েছে। সমাজের কোনো অংশের কথা পাত্তা না দিয়ে সরকার একতরফাভাবে এই মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত জনগণকে তাচ্ছিল্য করারই সামিল।

Leave a Reply