গৌরীপুরে বিদ্যালয়ের সম্পত্তি দখলের পায়তারা: প্রতিবাদে ইউএনও অফিস ঘেরাও-স্মারকলিপি প্রদান

03/01/2016 6:23 pmViews: 6
গৌরীপুরে বিদ্যালয়ের সম্পত্তি দখলের পায়তারা: প্রতিবাদে ইউএনও অফিস ঘেরাও-স্মারকলিপি প্রদান
 
গৌরীপুরে বিদ্যালয়ের সম্পত্তি দখলের পায়তারা:  প্রতিবাদে ইউএনও অফিস ঘেরাও-স্মারকলিপি প্রদান
ময়মনসিংহের গৌরীপুর আরকে সরকারি উচ্চ বিদ্যালয়ের সম্পত্তি অবৈধভাবে লিজ দেয়ার প্রতিবাদে এবং তা বাতিলের দাবিতে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা ইউএনও অফিস ঘেরাও করেছে।
রবিবার ভূমি উদ্ধারের দাবিতে গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, অগ্রদূত নিকেতন উচ্চ বিদ্যালয় এবং আরকে সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী এতে অংশ নেয়। ঘেরাও কর্মসূচিতে প্রতিবাদকারীরা ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান করে। এর আগে প্রতিবাদের প্রথম কর্মসূচির অংশ হিসেবে তারা মানবন্ধন করে।
মানবন্ধন কর্মসূচিতে বক্তাদের অভিযোগ, ভূমি অফিসের দুই কর্মচারীর নামে আরকে সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাসের জমি অবৈধভাবে লিজ দিয়ে দখলের পায়তারা চলছে।
তারা জানান, ইউএনও’র প্রতিনিধি হিসেবে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাস দেন।
এতে বিদ্যালয়টির প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে আল মশহুদ আহম্মেদ স্বপ্ন, মো. আরিফুল ইসলাম লিংকন, আব্দুল্লাহ আল মামুন, মো. মনিরুজ্জামান পিয়াস, মো. মিনহাজ শাহরিয়ার, মো. মাসুদ মিয়া, মো. নাজমুল আলম, মো. তাজুল ইসলাম হৃদয়, লোকমান হোসেন, ইমরান হোসেন, সাখাওয়াত সায়েম, মো. রইছ উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।

Leave a Reply