গৌরনদী উপজেলা বিএনপির সংগ্রাম পরিষদ গঠন

28/10/2013 4:31 pmViews: 10

বরিশাল প্রতিনিধি ॥ ১৮ দলের নেতা-কর্মীদের সমন্ময়ে বরিশালের গৌরনদী উপজেলার সাতটি ইউনিয়ন থেকে শুরু করে প্রতিটি ওয়ার্ডে সংগ্রাম পরিষদ গঠন করা হয়েছে। বরিশালে এই প্রথম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা বদিউজ্জামান মিন্টুর নেতৃত্বে সংগ্রাম পরিষদ গঠন করে তা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়। গতকাল সোমবার সকালে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউজ্জামান মিন্টু জানান, কেন্দ্রের নির্দেশ অনুযায়ী উপজেলার সাতটি ইউনিয়ন থেকে শুরু করে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে ১৮ দলের নেতা-কর্মীদের নিয়ে সংগ্রাম পরিষদ গঠন করা হয়েছে।
উল্লে¬খ্য, বরিশাল-১ আসনের মনোনয়ন প্রত্যাশী ও স্থানীয় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান এবং আকন কুদ্দুসুর রহমানের সমর্থকদের মধ্যে অভ্যন্তরীন দ্বন্ধের কারনে এখানে হরতালের পক্ষে তাদের সমর্থকদের কাউকেই মাঠে দেখা যায়নি। এছাড়াও নির্বাচনী এলাকার দু’উপজেলায় এখনো তারা সংগ্রাম পরিষদ গঠন করতে পারেননি। বিএনপি নেতা বদিউজ্জামান মিন্টুর নেতৃত্বে এই সর্বপ্রথম গৌরনদীতে পূর্ণাঙ্গ ভাবে সংগ্রাম পরিষদ গঠন করা হলো। এছাড়াও স্থানীয় বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য, বিএনপির সাবেক কেন্দ্রীয় তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক এম. জহির উদ্দিন স্বপনের সমর্থকেরাও ইতোমধ্যে সংগ্রাম পরিষদ গঠন করেছেন বলে খবর পাওয়া গেছে।

Leave a Reply