গৌরনদীর বিশিষ্ট ব্যবসায়ী চিত্ত রঞ্জন সাহা আর নেই
প্রেমানন্দ ঘরামী, বরিশাল ॥ বরিশালের গৌরনদী বাসষ্ট্যান্ডের বিশিষ্ট ব্যবসায়ী চিত্ত রঞ্জন সাহা (৭৫) কিডনী রোগে আক্রান্ত হয়ে গতকাল সোমবার দুপুরে ঢাকায় নেয়ার পথে টেকেরহাট নামকস্থানে বসে পরলোকগমন করেছেন। তিনি স্ত্রী, ৬ পুত্র, ১ কন্যা রেখে গেছেন। ওইদিন সন্ধ্যায় চরগাধাতলী গ্রামের পারিবারিক শশ্মানে তার অন্তেষ্টিক্রীয়া সম্পন্ন করা হয়। তার মৃত্যুতে জেলা আ’লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ, সাধারন সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস-এমপি, অগ্রণী ব্যাংকের পরিচালক এ্যাডভোকেট বলরাম পোদ্দার, গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহে আলম খান, পৌর মেয়র মোঃ হারিছুর রহমান হারিছ, উপজেলা ভাইসচেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ মনিরুল ইসলাম বুলেট ছিন্টু, পৌর আওয়ামীলীগের সভাপতি গোলাম মনির মিয়া, সাধারন সম্পাদক কবির হোসেন খান, ঢাকাস্থ গৌরনদী-আগৈলঝাড়া সমিতির সভাপতি জিয়াউর রহমান নবু, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান, গৌরনদী পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক জহুরুল ইসলাম জহির, ব্যবসায়ী সমিতির সভাপতি নুর মোহাম্মদ, সম্পাদক অহিদুল হক খান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব মোঃ আলাউদ্দিন ভূঁইয়া, বরিশাল জেলা উত্তর যুবদলের সাধারন সম্পাদক বদিউজ্জামান মিন্টু, ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, কৃষ্ণ কান্ত দে, গোলাম হাফিজ মৃধা, উপজেলা যুবলীগের যুুগ্ন আহবায়ক আনিসুর রহমান আনিস, পৌর কাউন্সিলর রেজাউল করিম টিটু, আতিকুর রহমান শামীম, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মাহবুব আলম, সাধারন সম্পাদক মোঃ নয়ন শরীফ, সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক জুবায়ের ইসলাম সান্টু ভূঁইয়া, পৌর ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম মিয়া, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মামুন মিয়া, সাংবাদিক খোকন আহম্মেদ হীরা, মণীষ চন্দ্র বিশ্বাস, বিশ্বজিত সরকার বিপ্লব, প্রেমানন্দ ঘরামী গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। অপরদিকে ব্যবসায়ীর মৃত্যুতে গৌরনদী বাসষ্ট্যান্ড ও টিএন্ডটি সংলগ্ন নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে ওইদিন অর্ধবেলা দোকানপাট বন্ধ রেখে শোক কর্মসূচী পালন করা হয়।