গৌরনদীর বিএনপি নেতা মিন্টুকে জেলহাজতে প্রেরন

05/11/2013 2:39 pmViews: 7

Gournadiগৌরনদী প্রতিনিধি
হরতালের পক্ষে মিছিল করার অপরাধে গৌরনদী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, বরিশাল সদর উত্তর জেলা যুবদলের সাধারন সম্পাদক ও সাবেক ছাত্রনেতা বদিউজ্জামান মিন্টুকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।
জানা গেছে, হরতালের পক্ষে প্রথমদিনে গৌরনদী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সদর উত্তর জেলা যুবদলের সাধারন সম্পাদক বদিউজ্জামান মিন্টুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়। ওই মিছিলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা চালিয়ে বিএনপির ৫ জন নেতা-কর্মী আহত করে। এ ঘটনায় ওইদিন দুপুরে পুলিশ বিএনপি নেতা বদিউজ্জামান মিন্টুকে গ্রেফতার করে। গতকাল মঙ্গলবার তাকে (মিন্টুকে) আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়।
এ ব্যাপারে বিএনপির কেন্দ্রীয় নেতা ও বরিশাল-১ আসনের মনোনয়ন প্রত্যাশী মোঃ আব্দুস সালাম বাবুল বলেন, আন্দোলন যদি করতে হয়, নিজ উদ্যোগেই করতে হবে। বেঈমানদের নিয়ে আন্দোলনে সফলতা আসে না। এর কারণ হিসেবে তিনি বলেন, বিএনপির কিছু লোক বর্তমান সরকারের গুপ্তচর হিসেবে কাজ করার কারণেই আন্দোলন-সংগ্রাম চাঙ্গা হচ্ছেনা। তিনি আরো জানান, হরতালের প্রথমদিনে (সোমবার দুপুরে) হরতালের পক্ষে বিক্ষোভ মিছিল করায় পুলিশ গৌরনদী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা উত্তর যুবদলের সাধারন সম্পাদক বদিউজ্জামান মিন্টুকে গ্রেফতার করেন। এরপূর্বে সম্প্রতি সময়ে বিএনপি নেতা আকন কুদ্দুসুর রহমান ও ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান গৌরনদীতে তাদের কর্মী সমর্থকদের নিয়ে শো-ডাউন করেছেন। ওইসময় থানা পুলিশ ও স্থানীয় কতিপয় আ’লীগের প্রভাবশালী নেতারা তাদের নিরাপত্তার ব্যবস্থা করে দিয়েছিলেন। এরকারন হিসেবে তিনি বলেন, বিএনপি নেতা আকন কুদ্দুসুর রহমান বর্তমান সরকারের সাবেক যোগাযোগ মন্ত্রীর নিকট আত্মীয় হওয়ার সুবাধে পুলিশ ও স্থানীয় আ’লীগের কতিপয় নেতারা তাকে নির্বিঘেœ কর্মসূচী পালন করতে দিচ্ছেন। আর রাজনৈতিক প্রতিহিংসার কারনেই ওইসব নেতাদের পরোক্ষ মদদে পুলিশ বদিউজ্জামান মিন্টুকে গ্রেফতার করেছেন। তিনি অনতিবিলম্বে গ্রেফতারকৃত বিএনপি নেতা বদিউজ্জামান মিন্টুর মুক্তির দাবি করেন।

Leave a Reply