গৌরনদীর দু’ছাত্রদল নেতাকে পিটিয়েছে ছাত্রলীগ
প্রেমানন্দ ঘরামী, বরিশাল ॥ বরিশালের গৌরনদী উপজেলা ছাত্রদলের দু’নেতাকে বুধবার রাতে পিটিয়ে গুরুতর আহত করেছে ছাত্রলীগ কর্মীরা। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গৌরনদী হাসপাতালে শষ্যাশয়ী উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক জসিম উদ্দিন খান জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সহসভাপতি লুৎফর রহমান দিপের ভাই ছাত্রলীগ কর্মী খোকন মোল্লা তাকে ও অপর ছাত্রদল নেতা নয়ন খানকে পিটিয়ে গুরুতর আহত করে। হামলার সত্যতা স্বীকার করে গৌরনদী থানার ওসি আবুল কালাম জানান, এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দেয়া হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।