গৌরনদীর একটি হিন্দু পরিবারের সংবাদ সম্মেলন

02/12/2013 12:45 pmViews: 9

02গৌরনদী প্রতিনিধি
বরিশালের গৌরনদীর একটি হিন্দু পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলেনে অভিযোগ করেছেন, গৌরনদী পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর ও যুবলীগ নেতা ফিরোজ রহমান ও তার সহযোগীরা ভূয়া ও জাল নিলামের মাধ্যমে সংখ্যালঘু পরিবারটির বাড়িঘর সহায় সম্পত্তি জোর পূর্বক দখলের চেষ্টা করছে।
গতকাল রবিবার সকালে গৌরনদী প্রেসক্লাবে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে দেয়া লিখিত বক্তব্যে পৌর সদরের দক্ষিণ বিজয়পুর মহল্লার রতন লাল ভৌমিক জানান, উপজেলার জেএল ১৩৪ নং দক্ষিন বিজয়পুর মৌজার এসএ ২৭০ নং খতিয়ানের ৫৩৫,৫৩৬ নং দাগের রেকর্ডীয় মালিক তার বাবা সূখরঞ্জন ভৌমিক ও চাচা এবং চাচাতো ভাইয়েরা। ওয়ারিশ সূত্রে ওই সম্পত্তি দীর্ঘদিন যাবত আমরা ভোগ দখল করে আসছি। ইতোমধ্যে অর্থের অভাবে আমি ও আমার মা ২৫ জনের কাছে সম্পত্তির কিছু অংশ বিক্রি করে দেই। অবশিষ্ট সম্পত্তি আমার নামে বিএস রেকর্ড হয় । সম্প্রতি ভূয়া নিলাম দেখিয়ে ওই সম্পত্তি দখলের চেষ্ঠা চালান গৌরনদীর পৌর কাউন্সিলর ও যুবলীগ নেতা ফিরোজ রহমান। গত ২৪ নভেম্বর বিকেলে কাউন্সিলর ফিরোজের নেতৃত্বে তার ভাই আমিনুল,নজরুলসহ অজ্ঞাতনামা আরো ৭/৮জন তাদের  বাড়িতে হামলা চালিয়ে রতনের পিসি মায়া রানী পোদ্দার, ও শাশুড়ী তুলশী রানী সাহাকে মারধর করে। এ সময় হামলাকারিরা বাড়ির মালিকানা দাবি করে গাছের সাথে সাইনবোর্ড ঝুলিয়ে দেয় এবং মনসা মন্দিরের মনসা প্রতিমা ভাংচুর করে। ঘটনার পরে সংখ্যালঘু পরিবারের পক্ষ থেকে কাউন্সিলর ফিরোজ ও তার ভাই আমিনুল, নজরুলের নাম উল্লেখ করে গৌরনদী থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়। রতর ভৌমিক অভিযোগ করেন পুলিশ প্রভাবশালী মহলের চাঁপের মুখে কাউন্সিলর ফিরোজের নাম বাদ দিয়ে পূর্নরায় অভিযোগ দিতে বলে, পরে তারা  বাধ্য হয়ে পুলিশের কথা অনুসারে অভিযোগ দাখিল করেন। তিনি অভিযোগ করেন, মামলা হলেও পুলিশ আসামীদের অজ্ঞাত কারনে গ্রেফতার করছেনা, তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।

Leave a Reply