গৌরনদীর ইউএনও মাকসুদ চৌধুরী জেলার শ্রেষ্ট নির্বাহী কর্মকর্তা নির্বাচিত
গৌরনদী প্রতিনিধি: বরিশালের জেলার দশ উপজেলার মধ্যে শ্রেষ্ট ইউএনও হিসেবে নির্বাচিত হয়ে সম্মাননা ক্রেস্ট পেয়েছেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। এছাড়াও উন্নত তথ্য প্রযুক্তির মাধ্যমে জনগনের মাঝে সেবা প্রদান করায় একই উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলুকে পুরস্কার প্রদান করা হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে নগরীর অশ্বিনী কুমার টাউন হলে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী অনুষ্ঠানে শুক্রবার রাতে এক অনারম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে প্রধান অতিথি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুস সোবহান সিকদার এ পুরস্কার বিতরণ করেন। এছাড়াও মেলায় অংশগ্রহন করা জেলার ১০ উপজেলা প্রশাসনের পাশাপাশি কৃষি বিভাগ, ডাক বিভাগসহ সকল সংস্থার প্রধানদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
“ডিজিটাল বাংলাদেশ খুলে দিল বিশ্ব দুয়ার স্বচ্ছ সেবায়-কষ্টে ও প্রতিভায় জাগালো জোয়ার” শ্লোগানকে সামনে রেখে তিনদিনব্যাপী মেলার সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ শহীদুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ নুরুল আমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের প্রক্টর ড. স্বপন ঘোষ। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মোঃ ওয়াহেদুজ্জামান, (সার্বিক) আবু ইউসুব মোঃ রেজাউর রহমান, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নিখিল চন্দ্র দাস, ডিডিএলজি শেখ হামিদুল ইসলাম, এডি কাজী হোসনেয়ারা বেগম, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী মনোয়ার হোসেন প্রমুখ। আলোচনা শেষে ডিজিটাল বাংলাদেশ রূপকল্পে সংগীত পরিবেশন করা হয়। সংগীতানুষ্ঠানের গীতিকার ও সুরকার ছিলেন আব্দুস সোবহান সিকদার ও মোঃ শহীদুল আলম।