গৌরনদীতে ১৮ দলের তিন নেতা গ্রেফতার

27/10/2013 3:51 pmViews: 8

গৌরনদী প্রতিনিধি
হরতালে নাশকতার সৃষ্টির কাজে জড়িত থাকার সন্দেহে বরিশালের গৌরনদী থানা পুলিশ শনিবার রাতে বিএনপি ও শিবিরের তিন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের গতকাল রবিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।
গৌরনদী থানার ওসি আবুল কালাম জানান, চলমান হরতাল কর্মসূচীতে নাশকতার সৃষ্টি কাজে জড়িত থাকার অভিযোগে পৌর এলাকার টিকাসার মহল্লা থেকে পৌর ৫নং ওয়ার্ডের শ্রমিক দলের সহ-সভাপতি মো. সেলিম হাওলাদার (৩৮), গৌরনদী বন্দর থেকে একই ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিজানুর রহমান (৪০) ও উপজেলা শরিকল ইউনিয়নের আধুনা গ্রাম থেকে বরিশাল বিএম কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র শিবির কর্মী মিরাজ হোসেনকে (২০) গ্রেফতার করা হয়।

Leave a Reply