গৌরনদীতে সর্বোচ্চ আড়াই লাখ টাকার গরুটি ক্রয় করেছেন সহদর প্রবাসীরা
কোরবানির হাটে গতকাল রবিবার পর্যন্ত সর্বোচ্চ আড়াই লাখ টাকা মূল্যের একটি গরু ক্রয় করেছেন বরিশালের গৌরনদী পৌর এলাকার বড় কসবা গ্রামের সহদর প্রবাসীরা। বিশাল আকৃতির গরুটি একনজর দেখার জন্য প্রবাসীদের বাড়িতে এখন গ্রামবাসীদের ভীড় জমেছে।
জানা গেছে, উপজেলার চাঁদশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব মুলফত আলী খানের পাঁচ পুত্র দুবাই প্রবাসী বরকত আলী খান, শওকত আলী, বদিউজ্জামান, শরবত আলী ও জাফর আলী খান প্রতিবছরের ন্যায় এবারও দক্ষিণাঞ্চলের সর্ববৃহত কসবা গো-হাট থেকে সবোর্চ্চ মূল্যের (আড়াই লাখ) গরুটি ক্রয় করেছেন। কসবা গো-হাটের ব্যবসায়ীরা জানান, এতবড় ও এতো দামের গরু আর হাটে নেই।