গৌরনদীতে সমবায় দিবসের র্যালী ও আলোচনা
গৌরনদী প্রতিনিধি
৪২তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে বরিশালের গৌরনদীতে গতকাল শনিবার সকালে বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় উপজেলা সমবায় অধিদপ্তরের উদ্যোগে উপজেলা সদর থেকে বর্নাঢ্য রালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গৌরনদী উন্নয়ন বহুমুখী সমবায় সমিতির সহযোগীতায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুদ হাসান পাটোয়ারীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মোঃ হারিছুর রহমান, বিআরডিরি সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাস জহির, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা, সৈকত গুহ পিকলু, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোঃ মোসলেম উদ্দিন খান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আশুতোষ রায়, উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ কবির হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা লাবনী খান, উপজেলা মৎস্য অফিসার প্রনব কুমার বিশ্বাস, একাডেমীক সুপারভাইজার গৌড়াঙ্গ প্রসাদ গাইন। বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার এস.এম ফরিদ উদ্দিন, নলচিড়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি মোঃ শাহ আলম, সাবেক সভাপতি মোঃ শেরশাহ ফকির, গৌরনদী বহুমূখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মণীষ চন্দ্র বিশ্বাস, মাহিলাড়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ননের সভাপতি বাদশা ফকির, ইজি বাইক চালক সমবায় সমিতির সভাপতি আল আমিন প্রমূখ।