গৌরনদীতে সংগ্রাম কমিটি গঠনের সভায় বক্তারা খালেদা জিয়ার দাবি পূরণ না হওয়া পর্যন্ত সকল নির্বাচন প্রতিহত করা হবে

21/10/2013 7:29 pmViews: 20

1WWWপ্রেমানন্দ ঘরামী ॥
নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিসহ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সকল দাবি পূরন না হওয়া পর্যন্ত সকল নির্বাচন প্রতিহত করা হবে। সেলক্ষ্যে সকল পর্যায়ের বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধ হয়ে কেন্দ্রের নিদের্শনা অনুযায়ী কাজ করতে হবে। গতকাল সোমবার সন্ধ্যায় বরিশালের গৌরনদী পৌর বিএনপির উদ্যোগে সংগ্রাম কমিটি গঠন উপলক্ষ্যে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় বক্তারা এসব কথা বলেছেন।
গৌরনদী বন্দরস্থ পৌর বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় পৌর বিএনপির সভাপতি, আশির দশকের কেন্দ্রীয় ছাত্রনেতা ও বরিশাল সদর উত্তর জেলা বিএনপির যুগ্ন সম্পাদক এস.এম মনির-উজ জামান মনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন সাধারন সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর মোঃ শাহে আলম ফকির, সিনিয়র সহসভাপতি মোঃ নুরু খান, সাংগঠনিক সম্পাদক মোঃ শামচুল হক মাতুব্বর, উপজেলা বিএনপির সহসভাপতি মাষ্টার গোলাম হোসেন, বিএনপি নেতা আলহাজ্ব মোঃ শাহজাহান শরীফ, চঞ্চল মাঝি, আব্দুর রব, গিয়াস উদ্দিন বেপারী, ডাঃ আব্দুর রব, কাজী আব্দুল মান্নান, প্রভাষক আলী হোসেন, খলিলুর রহমান, আমির আলী, সাহেব আলী সরদার, পান্না খান, ইউনুস ফকির, আক্কেল আলী সরদার, সিদ্দিকুর রহমান হাওলাদার, মজনু খান, সরোয়ার ফকির, অলিউল ইসলাম, মোতালেব হাওলাদার, নয়ন মিয়া, মজিবর রহমান সরদার, শামীম মিয়া, দেলোয়ার হোসেন, কালাম কাজী, সোহেল ফকির, যুবদল নেতা জাকির হোসেন, এম.এ গফুর, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি সরোয়ার হোসেন পান্নু, সাধারন সম্পাদক কমল খান, ছাত্রদল নেতা আল-মামুন খান, বেল্লাল হোসেন, আসিফ ইকবাল প্রমুখ।

Leave a Reply