গৌরনদীতে মোটর মেকারকে শিকল বেঁধে নির্যাতন ॥ ৫ জনের বিরুদ্ধে মামলা
গৌরনদী প্রতিনিধি
বরিশালের গৌরনদী বাসষ্ট্যান্ডের কবির হোসেন খান (৩৫) নামক এক মোটর মেকারকে শিকল দিয়ে বেঁধে নির্যাতনের ঘটনায় বুধবার রাতে জনের বিরুদ্ধে গৌরনদী থানায় মামলা হয়েছে।
জানা গেছে, বুধবার সকালে গৌরনদী বাসষ্ট্যান্ডের আলম অটোপার্সের দোকানের মালিক আলম ও তার সহযোগীরা গৌরনদী বাসষ্ট্যান্ডের মোটর মেকার কবির হোসেনকে তার বাসা থেকে ধরে এনে মহাসড়কের পাশে (আলমের) দোকানের খুটির সাথে শিকল দিয়ে বেঁধে বেধরক মারপিট করে গুরুতরভাবে আহত করে। ৩ ঘন্টা পর পুলিশ কবিরকে উদ্ধার করে গৌরনদী হাসপাতালে ভর্তি করে। স্থানীয় দোকানদাররা জানান, কয়েকদিন আগে আলমের কর্মচারী রিয়াজ তার দোকান থেকে মোটর সাইকেলের একটি ব্যাটারী চুরি করে কবিরের নিকট বিক্রি করেছিল। এর জেরধরে আলম ও তার লোকজন কবির মেকারকে বেধে মারপিট করেছে। পরবতীতে কবিরের লোকজন ওইদিন দুপুরে আলমের দোকানে হামলা চালিয়ে দোকান বন্ধ করে দেয়। রাতে কবির বাদী হয়ে আলম সহ ৫ জনের বিরুদ্ধে গৌরনদী থানায় মামলা দায়ের করেন।