গৌরনদীতে মিন্টু মুক্তি পরিষদ গঠন
বরিশাল সদর উত্তর জেলা যুবদলের সাধারন সম্পাদক, গৌরনদী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা বদিউজ্জামান মিন্টুর নিঃশ্বর্ত মুক্তির দাবিতে গতকাল শুক্রবার সকালে ‘মিন্টু মুক্তি পরিষদ’ নামের ৫১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির সদস্যরা বদিউজ্জামান মিন্টুর মুক্তির দাবিতে আন্দোলন সংগ্রাম করবেন। কমিটি গঠনের পূর্বে বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। বরিশাল-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় বিএনপি নেতা মোঃ আব্দুস সালাম বাবুলের সভাপতিত্বে তার আশোকাঠী মহল্লার বাসভবনে অনুষ্ঠিত সভায় ১৮ দলের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। উল্লেখ্য, গত ৪ নভেম্বর হরতালের পক্ষে মিছিল করায় গৌরনদী থানা পুলিশ বদিউজ্জামান মিন্টুকে গ্রেফতার করেন। পরেরদিন (৫ নভেম্বর) একাধিক মামলায় জড়িয়ে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।