গৌরনদীতে মাঠে নেমেছে গণতন্ত্র রক্ষা কমিটি ষড়যন্ত্রকারীদের স্বপ্ন কোনদিনই বাস্তবায়িত হবে না ॥ এমপি ইউনুস

01/11/2013 8:01 pmViews: 13

1 (6)প্রেমানন্দ ঘরামী ॥
প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস-এমপি বলেছেন, দেশে সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। যারা সংবিধান অমান্য করে নির্বাচন বানচালের চেষ্ঠা করে দেশকে জঙ্গী ও তালেবানী রাষ্ট্র বানাতে চাচ্ছে, ওইসব ষড়যন্ত্রকারীদের স্বপ্ন কোনদিনই বাস্তবায়িত হবে না। এ দেশের সাধারন জনগনের জানমাল নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কারো নেই। তাই আজ থেকে মহাজোটের নেতৃবৃন্দের সাথে ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকবে গণতন্ত্র রক্ষা কমিটির সদস্যরা।
হরতালের নামে হত্যা, নৈরাজ্য, অগ্নিসংযোগ, বোমা হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশহিসেবে গতকাল শুক্রবার বিকেলে বরিশালের গৌরনদী উপজেলা, পৌর আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনসহ ১৪ দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস আরো বলেন, আগামি দশম জাতীয় সংসদ নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত গণতন্ত্র রক্ষা কমিটির সদস্যরা আওয়ামী লীগ, মহাজোটের অন্যান্য শরীক দল ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে একত্রিত হয়ে গণতন্ত্র ধ্বংষের নামে নৈরাজ্যকারীদের ষড়যন্ত্রকে প্রতিহত করাসহ জনতার সামনে তাদের মুখোশ উন্মোচন করার জন্য রাজপথে থাকবেন। গৌরনদী বাসষ্ট্যান্ডস্থ ছাত্রলীগের দলীয় কার্যালয়ের সম্মুখে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচ.এম জয়নাল আবেদীনের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র মোঃ হারিছুর রহমান বলেন, যুদ্ধাপরাধীদের সংগঠন জামায়াত-শিবির বিএনপির কাঁধে ভর করে দেশকে জঙ্গী রাষ্ট্র বানানোর জন্য মরিয়া হয়ে উঠেছে। যে কারনে তারা দেশের মধ্যে একের পর এক বোমা হামলাসহ নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করছে। রাজপথে তাদের সকল নৈরাজ্যকর পরিস্থিতির দাঁত ভাঙ্গা জবাব দেয়ার জন্য মুক্তিযুদ্ধের মুজিব বাহিনীর কমান্ডার আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহর নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান করেন। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রবীন আওয়ামী লীগ নেতা কালিয়া দমন গুহ, রাজু আহম্মেদ হারুন, পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন মিয়া, সাধারন সম্পাদক কবির হোসেন খান, ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা, সৈকত গুহ পিকলু, কৃষ্ণ কান্ত দে, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আনিসুর রহমান, জামাল হোসেন বাচ্চু, জামাল খন্দকার, রেজাউল করিম টিটু, আ’লীগ নেতা নুরুজ্জামান ফরহাদ মুন্সী, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মাহবুব আলম, পৌর ছাত্রলীগের সভাপতি নজরুল মিয়া, সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক জুবায়ের ইসলাম সান্টু ভূঁইয়া, সহসভাপতি লুৎফর রহমান দিপ প্রমূখ। শেষে বিক্ষোভ মিছিল বের করে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। বিক্ষোভ মিছিলে ১৪ দলের নেতা-কর্মী, সমর্থক ও গণতন্ত্র রক্ষা কমিটির সদস্যরা অংশগ্রহন করেন।

Leave a Reply