গৌরনদীতে ভুল চিকিৎসায় শিশুর অবস্থা গুরুতর
গৌরনদী প্রতিনিধি
শিশু বিশেষজ্ঞ না হয়েও এক মেডিকেল অফিসার কর্তৃক পানিতে পড়া শিশুকে ভুল চিকিৎসা দেয়ায় ওই শিশুটি এখন শয্যাশয়ী হয়ে মৃত্যুর প্রহর গুনছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী উপজেলা হাসপাতালে।
গতকাল বৃহস্পতিবার উপজেলার বাটাজোর গ্রামের জসিম হাওলাদার অভিযোগ করেন, তার দেড় বছরের শিশু পুত্র ইয়াসিন খেলার ছলে গত ১৭ নবেম্বর পানিতে পরে যায়। তাকে উদ্ধার করে গৌরনদী হাসপাতালে নিয়ে আসা হলে কর্ত্যবরত চিকিৎসক ও হাসপাতালের মেডিকেল অফিসার (মেডিসিন) ডাঃ নিহার রঞ্জন বৈদ্ধ তার শিশু পুত্রকে অছমাছল নামের স্যালাইন পুশ করেন। এতে ইয়াসিনের অবস্থা আশংকাজনক হয়ে পরে। তাৎক্ষনিক উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। সেই থেকে শিশু ইয়াসিন শয্যাশয়ী অবস্থায় মৃত্যুর প্রহর গুনছে। অভিযোগে আরো জানা গেছে, শেবাচিম হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, ভুলবশত বড়দের স্যালাইন শিশুদের শরীরে পুশ করার কারনেই ইয়াসিনের অবস্থা আশংকাজনক হয়ে পরেছে।