গৌরনদীতে বিএনপি ও জামায়াত নেতারা গ্রেফতার আতংকে ॥ তিন নেতা আটক
প্রেমানন্দ ঘরামী, বরিশাল ॥ বরিশালের গৌরনদী উপজেলার বিভিন্ন এলাকায় বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে বিএনপির প্রভাবশালী তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। ফলে গ্রেফতার আতংকে উপজেলা বিএনপি ও জামায়াতের নেতারা এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন।
বিভিন্ন সূত্রে জানা গেছে, থানা পুলিশ বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে উপজেলার বোরাদী গরঙ্গল গ্রাম থেকে উপজেলা বিএনপির সহ-সভাপতি ও নলচিড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেকান্দার আলী মৃধা, চরগাধাতলী এলাকা থেকে পৌর বিএনপির সাধারন সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর শাহ আলম ফকির, রামসিদ্ধি গ্রাম থেকে বার্থী ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম খানকে গ্রেফতার করে। এছাড়া গ্রেফতারের জন্য গৌরনদী উপজেলার মেদাকুল গ্রামে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আকন কুদ্দুসুর রহমান, দক্ষিন পালরদী এলাকায় গৌরনদী-আগৈলঝাড়া জাতীয়তাবাদী ঐক্য পরিষদের সভাপতি মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সদস্য আবু বক্কর গাজী, বোরাদী গরঙ্গল গ্রামের সরকারি গৌরনদী কলেজের সাবেক ভিপি ছাত্রদল নেতা কে.এম আনোয়ার হোসেন বাদল, ইল্লা গ্রামের যুবদল নেতা কবির সরদার, উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারী মাওলানা জাকির হোসেন, বানিয়াশুরী গ্রামের সরকারি গৌরনদী কলেজ ছাত্র শিবিরের সভাপতি সবুজ হাওলাদারের বাড়িতে অভিযান চালায়। এদিকে তিন নেতার গ্রেফতারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে গৌরনদী বিএনপি ও জামায়াতসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে গ্রেফতার আতংক ছড়িয়ে পড়েছে। গ্রেফতারের ভয়ে বিএনপি ও জামায়াতের অনেক নেতা-কর্মীরা এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, আজ ২৫ অক্টোবর থেকে শুরু হওয়া বিএনপির আন্দোলন কর্মসূচী ঠেকাতে থানা পুলিশ দলীয় নেতা-কর্মীদের বাড়িতে বাড়িতে তল্ল¬াশী চালিয়ে ধরপাকড় করছে।
গৌরনদী থানার ওসি মোঃ আবুল কালাম জানান, গ্রেফতারকৃতরা আন্দোলনের নামে ২৫ অক্টোবর এলাকায় নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করার জন্য ইতোমধ্যে কয়েক দফা গোপন বৈঠক করেছে। এছাড়াও তারা বিভিন্নস্থানে উস্কানিমূলক বক্তব্য দিয়ে আসছিলো। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার বরিশাল আদালতে সোপর্দ করা হয়েছে। অপরদিকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক তথ্য ও গবেষনা সম্পাদক, সাবেক এমপি এম. জহির উদ্দিন স্বপন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আকন কুদ্দুসুর রহমান, ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান, গৌরনদী পৌর বিএনপির সভাপতি এস.এম মনির-উজ জামান মনির তিন নেতার গ্রেফতারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবি করেছেন।