গৌরনদীতে বিএনপির বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ সভা

22/11/2013 5:16 amViews: 6

গৌরনদী প্রতিনিধি
বরিশালের গৌরনদী পৌর সদরের দক্ষিণ বিজয়পুর মহল¬ার শরীফ বাড়িতে গতকাল বৃহস্পতিবার সকালে বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রভাবশালী এক নেতার সমর্থকদের বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছেন স্থানীয় বিএনপি দলীয় সাবেক সাংসদ ও সংস্কারপন্থি নেতা জহির উদ্দিন স্বপনের সমর্থকেরা।
দলীয় সূত্রে জানা গেছে, মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহানের সমর্থক যুবদল ও ছাত্রদলের ক্যাডারদের হামলায় বরিশাল-১ আসনের বিএনপি দলীয় সাবেক সাংসদ জহির উদ্দিন স্বপনের সমর্থক গৌরনদী পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক শরীফ জহির সাজ্জাত হান্নান গুরুতর আহত হয়। এ ঘটনায় স্বপন সমর্থকেরা প্রতিবাদ সভা করেন।
বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বরিশাল সদর উত্তর জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শরীফ শাহাবুব হাসান, বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন মৃধা, জামাল উদ্দিন ফকির, সাবেক পৌর কাউন্সিলর গোলাম মোর্শেদ পান্না মিয়া, জাকির শরীফ, ফরিদ মিয়া, আলাউদ্দিন বেপারী, হোসনেয়ারা বেবী প্রমুখ। বক্তারা ইঞ্জিনিয়ার সোবাহানকে গৌরনদীতে অবাঞ্ছিত ঘোষণা করে তার ক্যাডারদের বিরুদ্ধে সাংগঠনিক ভাবে ব্যবস্থা নেয়ার জোর দাবি করেন।

Leave a Reply