গৌরনদীতে প্রবাসীর বাড়িতে হামলা চালিয়ে লুটের অভিযোগ

27/10/2013 3:56 pmViews: 14

গৌরনদী প্রতিনিধি
জমাজমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বরিশালের গৌরনদী উপজেলার ধানডোবা গ্রামে এক প্রবাসীর বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুরসহ প্রবাসীর স্ত্রীকে মারধর করে নগদ অর্থ ও মূল্যবান মালামাল লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল রবিবার গৌরনদী থানায় ৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন গৃহকত্রী নাজমিন ইসলাম।
মামলার বিবরনে জানা গেছে, ধানডোবা গ্রামের দুবাই প্রবাসী মনির সরদার নিজ ক্রয়কৃত জমিতে পাকা ভবন নির্মান করেন। গত ৬মাস পূর্বে সে বাড়িতে স্ত্রী নাজমিন ইসলাম ও পুত্র সামিরকে (৪) রেখে প্রবাসে চলে যান। মনির বাড়ি থেকে চলে যাওয়ার পরে মনিররের ভাই মাদকাসক্ত মঞ্জু সরদার চাঁদা দাবি করে আসছিলো। চাঁদা  না দেয়ায় সে বিভন্ন রকম ক্ষতি করার হুমকি দেয়। কিছু দিন আগে মঞ্জু তার লোকজন নিয়ে বাড়িতে হামলা করে। ওই সময় এ ঘটনায় একটি জিডি করা হয়। গত ২২ অক্টোবর সন্ধ্যায় মঞ্জু সরদার, মালেক সিকদার, দেলো বেগম, রাসেল সরদারসহ ৭/৮জন সন্ত্রাসী তার বাড়িতে হামলা চালিয়ে ঘরের আসবাবপত্র তছনছ করে। এ সময় নাজমিন বাঁধা দিলে তাকে নাজেহাল ও শ্লীলতাহানী ঘটানো হয়। একপর্যায়ে হামলাকারীরা নগদ ৬০ হাজার টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুটপাট করে নিয়ে যায়।

Leave a Reply