গৌরনদীতে নিখোঁজের তিনদিন পর যুবকের লাশ উদ্ধার
গৌরনদী প্রতিনিধি
নিখোঁজের তিনদিন পর বরিশালের গৌরনদী থানা পুলিশ মঙ্গলবার বিকেলে পৌর এলাকার উত্তর পালরদী মহল্ল¬ার একটি ডোবা থেকে তোফাজ্জেল হোসেন ওরফে তোতা শাহ (৪০) নামের এক যুবকের বিবস্ত্র লাশ উদ্ধার করেছে।
পুলিশ জানায়, উত্তর পালরদী মহল্লার ফারুক হোসেন খানের পান বরজের পাশের ডোবায় স্থানীয়রা অজ্ঞাত পরিচয়ের এক যুবকের বিবস্ত্র লাশ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ বিকেল তিনটার দিকে লাশ উদ্ধার করে। পরে লাশটি উপজেলার কটকস্থল গ্রামের মৃত বেলায়েত হোসেন শাহর পুত্র তোফাজ্জেল হোসেন তোতার বলে তার পরিবার সনাক্ত করে। নিহত তোতার পারিবারিক সুত্রে জানা গেছে, গত শনিবার দুপুরের নিজ বাড়ি থেকে টরকী বন্দরে এসে রহস্যজনক ভাবে তোতা নিখোঁজ হয়। এ ব্যাপারে সোমবার বিকেলে নিহতের নিকট আতœীয় আমির শাহ বাদি হয়ে গৌরনদী থানায় একটি সাধারন ডায়েরী করেন। পুলিশ জানায়, লাশের শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরন করা হয়েছে।