গৌরনদীতে নার্সের সাথে আপত্তিকর অবস্থায় স্ত্রীর হাতে ধরা পরেছে এক চিকিৎসক
গৌরনদী প্রতিনিধি
বরিশালের গৌরনদী উপজেলার উত্তর বিজয়পুর গ্রামের ভাড়াটে বাসায় অসামাজিক কর্মকান্ডের সময় পুলিশ একই ক্লিনিকের এক চিকৎসক ও নার্সকে গ্রেফতার করেছে। রবিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
গৌরনদী থানার ওসি আবুল কালাম জানান, বরিশাল-ঢাকা মহাসড়কের পাশ্ববর্তী গৌরনদীর আনোয়ারা ক্লিনিকে কর্মরত চিকিৎসক ও দু’সন্তানের জনক মোঃ মিলনের (৩০) সাথে একই ক্লিনিকের নার্স রওশন আরার (২০) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। চিকিৎসক মিলন শনিবার রাতে উত্তর বিজয়পুর গ্রামের তার ভাড়াটিয়া বাসায় বসে অসামাজিক কর্মকান্ডে লিপ্ত হয়ে পরে। গোপন সংবাদের ভিত্তিতে চিকিৎসক মিলনের স্ত্রী রোখশানা বেগম থানা পুলিশকে সাথে নিয়ে উভয়কে আপত্তিকর অবস্থায় আটক করে। এ ঘটনায় রোখশানা বেগম বাদি হয়ে গতকাল রবিবার গৌরনদী থানায় মামলা দায়ের করার পর উভয়কে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়। উল্লেখ্য, ওই ক্লিনিকের কর্মরত কতিপয় ব্যক্তিদের বিরুদ্ধে এহেন বিস্তার অভিযোগ রয়েছে।