গৌরনদীতে নারী গাঁজা বিক্রেতার কারাদন্ড

10/10/2013 8:37 pmViews: 11

বরিশালের গৌরনদী উপজেলার বড় কসবা গ্রামের এক নারী গাঁজা বিক্রেতার ছয়মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্ত রীনা বেগম (৩৫) ওই গ্রামের করিম চোকদারের স্ত্রী। তাকে গতকাল বৃহস্পতিবার সকালে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরন করা হয়েছে। জানা গেছে, বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের গৌরনদী সার্কেলের ইন্সপেক্টর মোঃ রায়হান আহমেদের নেতৃত্বে অভিযান চালিয়ে দেড়’শ গ্রাম গাঁজাসহ রীনা বেগমকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। ওইদিন রাতেই গৌরনদী উপজেলা ভ্রাম্যমান আদালতের নির্বহিী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী গ্রেফতারকৃত রিনা বেগমকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ডের রায় প্রদান করেন।

Leave a Reply