গৌরনদীতে ডেলটা লাইফের মৃত্যুর দাবির চেক হস্তান্তর

21/10/2013 7:12 pmViews: 14

2HHHগৌরনদী প্রতিনিধি
ডেলটা লাইফ ইন্সুরেন্স কোম্পানীর বরিশালের গৌরনদী অফিসের গ্রাহকের মৃত্যু দাবির এক লক্ষ ৫৪ হাজার ৫৬২ টাকার চেক রবিবার হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষ্যে মাষ্টার গোলাম হোসেনের সভাপতিত্বে সকাল ১০ টায় উপজেলার উত্তর পালরদী গ্রামের প্রয়াত লক্ষন দাসের বাড়িতে চেক হস্তান্তর ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ডেলটা লাইফ ইন্সুরেন্সের ভাইস প্রেসিডেন্ট মোঃ ছাদেক আলী। বিশেষ অতিথি ছিলেন ডেলটা লাইফ ইন্সুরেন্সের সহকারী ভাইস প্রেসিডেন্ট মোঃ এমদাদুল হক, পৌর কাউন্সিলর নুরআলম শিকদার। বক্তব্য রাখেন ডেলটা লাইফ ইন্সুরেন্সের শাখা ব্যবস্থাপক সৈয়দ আহসান হাবিব, মার্কেটিং অফিসার মনোতোষ দাস প্রমুখ। শেষে উত্তর পালরদী গ্রামের চুরামনি দাসের প্রয়াত স্ত্রী আল্পনা রানী দাসের মৃত্যু দাবির চেক তার পুত্র চিরন্ময় দাসের হাতে তুলে দেয়া হয়।

Leave a Reply