গৌরনদীতে টানা বর্ষণে জলাবদ্ধতা
গৌরনদী প্রতিনিধি
বরিশালের গৌরনদীতে গত তিনদিনের টানা বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সবশেষ গতকাল শনিবার ভোর ৬টা থেকে শুরু হওয়া বৃষ্টি দিনভর অব্যহত রয়েছে। ফলে বিভিন্নস্থানে পানি জমে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা।
বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র অবজারভার আব্দুল মফিজুল ইসলাম জানান, সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৩৮ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে বাতাসের গতিবেগ স্বাভাবিক রয়েছে। তিনি আরো জানান, ভারতের উত্তর প্রদেশে সৃষ্ট লঘুচাপের প্রভাবে এ টানা বর্ষণ হতে পারে বলে ধারনা করা হচ্ছে। যা ৪৮ ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে।
অপরদিকে টানা বর্ষণের কারনে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়ে যানবাহন ও পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তিনদিনের অব্যাহত বর্ষণে গৌরনদী পৌর সদরের ৫নং ওয়ার্ড (চরগাধাতলী) মহল্লায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়ে ওয়ার্ডবাসী চরম দুর্ভোগে পরেছেন। তাদের দুর্ভোগ লাঘবে শনিবার দুপুরে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর রেজাউল করিম টিটু নিজেই জলাবদ্ধতা নিরসনের জন্য দিনভর কাঁচা ড্রেন নির্মানের কাজ করেছেন বলে খবর পাওয়া গেছে।