গৌরনদীতে চেয়ারম্যান গার্ডেনের উদ্বোধণ
প্রেমানন্দ ঘরামী, বরিশাল ॥ বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ডিগ্রী কলেজ প্রাঙ্গণে বুধবার সকালে চেয়ারম্যান গার্ডেনের উদ্বোধণ করেছেন ইউপি চেয়ারম্যান ও কলেজ গবনিং বডির সদস্য সাবেক ছাত্র নেতা সৈকত গুহ পিকলু। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাহিলাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফিরোজ ফোরকান আহমেদ, প্রভাষক আলমগীর হোসেন কবিরাজ, নজরুল ইসলাম, তৌহিদুল ইসলাম ইরান, গনেশ চন্দ্র মন্ডল, আব্দুর রব, উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার সিরাজুল ইসলাম, ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রের উদ্যোক্তা আব্দুল্লাহ আল মাহমুদ প্রমুখ। মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধী বৃক্ষ রোপন শেষে উপস্থিতিদের উদ্দেশ্যে বলেন, ইউনিয়নের প্রতিটি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পরিত্যাক্ত জমি ও খেলার মাঠের চারিপাশে এরকম প্রাথমিক পর্যায়ে ১৫০ টি ফলজ, বনজ ও ঔষধী চারা যেমন কৃষ্ণচুড়া, আকাশমনি, মেহগিনি, নিম, কাঠাল, আম, বকুল, অর্জুন ইত্যাদি গাছের সমন্ময়ে একটি করে চেয়ারম্যান গার্ডেন তৈরী করা হবে।