গৌরনদীতে খাজনা মুক্ত দশমী মেলা ॥ উপচে পড়া ভীড়
গৌরনদী প্রতিনিধি
সার্র্বজনীন দুর্গা উৎসব উপলক্ষ্যে বরিশালের গৌরনদী বন্দরে গতকাল সোমবার থেকে শুরু হয়েছে ছয় দিনব্যাপী দশমী মেলা। এবার মেলায় টোল ও খাজনা মুক্ত ঘোষণা করায় বেড়েছে ক্রেতা-বিক্রেতাদের উপচেপড়া ভীড়।
গৌরনদী পৌরসভার মেয়র মোঃ হারিছুর রহমান হারিছ ক্রেতা-বিক্রেতাদের সুবিধার্থে মেলায় সব ধরনের টোল ও খাজনা মুক্ত ঘোষণা করেছেন। দুর্গা পুজা উপলক্ষ্যে প্রতিবছরের ন্যায় এবারও মেলা চলবে আগামী ২০ অক্টোবর পর্যন্ত। মেলা ঘুরে দেখা গেছে, বরাবরের ন্যায় এ বছরও কাঠের তৈরি আসবাবপত্রের আমদানী হয়েছে সবচেয়ে বেশি। পাশাপাশি ষ্টিলের আসবাবপত্রেরও কমতি নেই। পৌরসভার বালুর মাঠ, পৌরসভা চত্বর, মডেল স্কুল মাঠ, পশু হাসপাতাল মাঠ, বণিক বাড়ী, গৌরনদী থানার সম্মুখের রাস্তার পাশ জুড়ে বসেছে কাঠ, ফরমিকা ও ষ্টিলের তৈরী খাট, সোফা, ডায়নিং টেবিল, ড্রেসিং টেবিল, আলমিরা, সোকেচ, চেয়ার-টেবিলসহ অন্যান্য আসবাবপত্রের দোকান। খাজনা নেই, তাই দুর-দুরান্ত থেকে বিক্রেতারা এসেছেন তাদের তৈরী করা বাহারি ডিজাইনের আসবাবপত্র নিয়ে। এ মেলায় ৭০ হাজার টাকা মূল্যের খাট ও ৩০ থেকে ৪০ হাজার টাকা মূল্যের সোফাও আমদানি হয়েছে। ব্যবসায়ীরা জানান, এ মেলায় বিকিনিকি হয় শেষের দিকে।