গৌরনদীতে আকস্মিক ভাবে ১৪৪ ধারা জারি

25/10/2013 9:40 amViews: 11

গৌরনদী প্রতিনিধি: সড়ক পথে দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার বরিশালের গৌরনদীতে শুক্রবার সকালে আকস্মিক ভাবে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকার ঘোষণা দিয়ে ব্যাপক মাইকিং করা হয়েছে।

ফলে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডে বেলা এগারোটায় আওয়ামীলীগ সমর্থিত মহাজোটের আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ স্থগিত করা হয়েছে। তবে উপজেলার গুরুতপূর্ণ এলাকায় মহাজোটের নেতা-কর্মীরা অবস্থান নিয়েছে বলে জানা গেছে।

গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র মো. হারিছুর রহমান জানান, শুক্রবার সকাল নয়টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে আকস্মিক ভাবে মাইকিং করে গৌরনদীতে সকল প্রকার সভা, সমাবেশ, মানববন্ধন নিষিদ্ধ ষোষণা করে ১৪৪ ধারা জারি করা হয়। যে কারনে তাদের আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচী স্থগিত করা হয়েছে।

এ ব্যাপারে গৌরনদী উপজেলার নবাগত নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুদ হাসান পাটোয়ারী জানান, গৌরনদীতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশের জন্য অনুমতি নিলেও বিএনপির নেতা-কর্মীরা জুম্মার নামাজের পর আকস্মিক ভাবে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিয়েছিলো। তারা এখবর জানতে পেরে শান্তি শৃংখলা ও জানমাল রক্ষায় গৌরনদীতে ১৪৪ ধারা জারি করেন। পরবর্তী নিদেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

গৌরনদী থানার ওসি আবুল কালাম জানান, কোন রাজনৈতিক দল যাতে কোন ধরনের নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করতে না পারে সেজন্য পুরো উপজেলার গুরুতপূর্ণ এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

তবে এ ব্যাপারে উপজেলা বিএনপির একাধিক শীর্ষ নেতাদের সাথে যোগাযোগ করা হলেও তারা কেহ এ ব্যাপারে কোন মন্তব্য করতে রাজি হননি।

Leave a Reply