গৌরনদীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
বরিশাল প্রতিনিধি : বরিশালের গৌরনদী পৌর এলাকার উত্তর পালরদী মহল্লার একটি ডোবা থেকে মঙ্গলবার বেলা আড়াইটার দিকে অজ্ঞাতনামা (৪৫) যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
গৌরনদী থানার এস.আই ইউনুস আলী জানান, ওই গ্রামের ইটালী প্রবাসী মনির হোসেনের বাড়ির সন্নিকটের ফারুক মৃধার পান বরজের পাশ্ববর্তী ডোবার মধ্যে স্থানীয়রা বিভস্ত্র অবস্থায় লাশটি দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরন করেন। উদ্ধার হওয়া লাশের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।