গোমতী নদীর পানি বিপৎসীমার নিচে, কুমিল্লায় বন্যা পরিস্থিতির উন্নতি
গোমতী নদীর পানি বিপৎসীমার ৫৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে কুমিল্লায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। এছাড়া গত কয়েকদিনে বৃষ্টি না হওয়ায় এবং উজান থেকে পানি না আসায় পানির স্তর নামছে।
নদীর বুরবুড়িয়া বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি বের হয়ে যাওয়াও কমেছে। এর ফলে বুড়িচং ব্রাহ্মণপাড়া উপজেলার পানি কমছে। এছাড়া কুমিল্লার দক্ষিণাঞ্চল লাকসাম, মনোহরগঞ্জ ও চৌদ্দগ্রাম উপজেলার পরিস্থিতি উন্নতির দিকে।
জেলা প্রশাসন সূত্র জানায়, জেলায় ১০ লাখ ৭৮ হাজার মানুষ পানিবন্দী আছে। ৭২৪টি আশ্রয়কেন্দ্রে ৭৮ হাজারেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছে।