গোপালগঞ্জে খালেদা জিয়াকে অবাঞ্ছিত ঘোষণা
বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া গোপালগঞ্জ জেলা ও মানুষের সম্পর্কে যে কটূক্তি করায় গোপালগঞ্জে খালেদা জিয়া ও বিএনপির রাজনীতি অবাঞ্ছিত ঘোষণা করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। সোমবার সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর দীন নাথ উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছিল বলেই বেগম খালেদা জিয়ার মতো একজন গৃহিনী, দেশের একজন রাষ্ট্রপতির স্ত্রী হয়েছিল এবং প্রধানমন্ত্রী হয়েছিলেন।
এদিকে কুষ্টিয়ায় মাহবুব-উল-আলম হানিফ বলেন, গোপালগঞ্জের নাম বদলের বক্তব্যের জন্য জাতির কাছে বেগম খালেদা জিয়ার ক্ষমা চাওয়া উচিত। তা না হলে বাঙালি জাতি তার নাম ইতিহাস থেকে মুছে দেবে। সোমবার বিকেল ৫টায় কুষ্টিয়া সদর উপজেলার বালিয়াপাড়া কলেজ মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির ভাষণের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।