গোপনে বিয়ে করলেন সীমানা!
প্রতিবেদক : অভিনেত্রী সীমানা গোপনে বিয়ে করলেন একই গ্রামের সমাপ্তি মাসুককে। তাদের দুজনের মধ্যে দীর্ঘদিনের প্রেম। অবশেষে পরিবারের সম্মতি ছাড়াই তারা ভেগে গিয়ে বিয়ের কাজটি সম্পন্ন করলেন। দুই পরিবারের কেউই তাদের গ্রহণ না করাতে বিয়ের প্রথম রাতে দুজনকে থাকতে হয় সমাপ্তির দুলাভাইয়ের বাড়িতে। সীমানাকে এই বাড়িতে রেখে পরিস্থিতি বোঝার জন্য কাউকে কিছু না বলে চলে যায় সমাপ্তি। এদিকে পরের দিন সকাল হলে পাশের বাড়ির এক মহিলা এসে দেখতে পায় বাড়িতে দুলাভাই ও সীমানা ছাড়া আর কেউই নেই। বিষয়টা মহিলার কাছে ঠিক ভালো মনে না হলে সে গ্রামের মানুষকে বিষয়টা জানায়। এরপর গ্রামজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়। ঘটনাটি সীমানার বাস্তব জীবনের নয়। ঈদের বিশেষ নাটক ‘লাভ ম্যারেজে’-এ জুঁই নামের এমন একটি চরিত্রে সীমানাকে দেখা যাবে। তার বিপরীতে সমাপ্তি করেছেন স্বপন চরিত্রটি। আর দুলাভাইয়ের চরিত্রে আছেন চঞ্চল চৌধুরী। নাটকটি রচনা করেছেন বৃন্দাবন দাস ও পরিচালনা করেছেন দীপু হাজরা।
নাটকটি প্রসঙ্গে সীমানা বলেন, ‘গল্পটি অনেক চমত্কার। অনেক মজা পেয়েছি। তবে ভয় পেয়েছিলাম যখন রাতের অন্ধকারে সমাপ্তির সঙ্গে সাইকেলে চড়ে ভাগার দৃশ্য করতে হবে জেনে। কারণ আমি সাইকেলে চড়তে ভয় পাই। কিন্তু পরিচালকের নির্দেশে শেষ পর্যন্ত সাইকেলে চড়তেই হলো।’ নাটকটিতে আরও অভিনয় করেছেন শাহনাজ খুশী, মাসুদ রানা মিঠু, মায়া ঘোষ, মুরাদ খান, আপেল, আশরাফ রবি, সানজানা আফরিন মৌসহ আরও অনেকে। আসছে ঈদুল আজহায় একুশে টেলিভিশনে ‘লাভ ম্যারেজ’ নাটকটি প্রচারিত হবে।