গোপনে বাগদান সারলেন যুবরাজ কেচ!

12/11/2015 7:22 pmViews: 3
গোপনে বাগদান সারলেন যুবরাজ কেচ!

১২ নভেম্বর ২০১৫

কিছুদিন থেকে যুবরাজের বিয়ে নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। তাই এবার অনেকটা লুকিয়েই নিজের বাগদান পর্ব সেরে ফেললেন ভারতের ক্রিকেট তারকা যুবরাজ সিং। চুপিসারে বুধবার বালিতে প্রেমিকা হ্যাজেল কেচের সঙ্গে বাগদান পর্ব সেরে ফেলেন।

ফেসবুকে কিছুদিন আগেই যুবরাজ তার নতুন ইনিংস শুরুর ইঙ্গিত দিয়েছিলেন। হরভজন সিংহের সঙ্গে টুইটার কথোপকথনে যুবরাজ বলেছিলেন, আমিও তোমার রাস্তায় হাঁটছি। কিছুদিন আগে দিল্লিতে হরভজন ও অভিনেত্রী গীতা বসরার রিসেপশনে হ্যাজেল ও যুবরাজকে একসঙ্গে দেখা গেছে। ওই পার্টিতে সবার দৃষ্টি আকর্ষণ করলে চারদিকে গুঞ্জন ছড়িয়ে পড়ে।তবে এ নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে দেখা যায়নি যুবরাজ ও হ্যাজেলকে।

জানা গেছে, যুবরাজের হবু পত্নী হ্যাজেল বিগ বসের সাবেক প্রতিযোগী। বলিউডে বেশ কিছু সিনেমায় অভিনয়ও করেছেন। বডিগার্ড ছবিতে কারিনা কাপুরের বেস্ট ফ্রেন্ড ও সালমান খানের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেন। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে বিয়ের পিঁড়িতে বসার কথা রয়েছে যুবরাজের।

Leave a Reply