গৃহবধূ নির্যাতন: শ্বশুরসহ গ্রেফতার আরো ৩
নড়াইলে গৃহবধূ ববিতাকে নির্যাতনের অন্যতম আসামি শ্বশুর ও ভাশুরসহ আরো তিনজনকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ।
গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার ভাটিয়াপাড়া এলাকা থেকে সোমবার রাত ১টার দিকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামিরা হলেন- ববিতার শ্বশুর মো. সালাম শেখ (৫৬), বড় ভাসুর মো. হাসান শেখ (৪২) ও প্রতিবেশী নান্নু শেখ।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমানের নেতৃত্বে একদল পুলিশ তাদের গ্রেফতার করে।
ওসি) শেখ লুৎফর রহমান জানান, গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার ভাটিয়া পাড়া এলাকায় সোমবার রাত ১টার দিকে অভিযান চালিয়ে ববিতার শ্বশুর সালাম শেখ, ভাশুর হাসান শেখ ও প্রতিবেশী নান্নু শেখকে গ্রেফতার করা হয়।
এর আগে সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সিলেট থেকে গ্রেফতার হন স্বামী সেনাসদস্য শফিকুল শেখ। এ ছাড়া ৫ মে মামলার আরেক আসামি ববিতার চাচা শ্বশুর কালাম শেখ এবং নির্যাতনের ঘটনার সঙ্গে জড়িত হিরু শেখকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। এ নিয়ে ওই ঘটনায় স্বামীসহ ছয় জনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে ১০ মে হাইকোর্ট ৪৮ ঘণ্টার মধ্যে সকল আসামিকে গ্রেফতারের নির্দেশ দেন।
উল্লেখ্য, উপজেলার শালবরাত গ্রামের ছালাম শেখের ছেলে সেনা সদস্য শফিকুল শেখের (২৬) সঙ্গে মোবাইল ফোনে ববিতার প্রেমের সম্পর্কের সূত্র ধরে ২০১৩ সালের ২১ নভেম্বর গোপনে বিয়ে হয়। ২৯ এপ্রিল রাত নয়টার দিকে শফিকুলের বাড়িতে ববিতা গেলে পরদিন ৩০ এপ্রিল সকালে এলাকার মাতবর আজিজুর রহমান আজুর নেতৃত্বে স্বামী শফিকুল ও তার মা-বাবা এবং আরো কয়েকজন মারধর করে গাছের সঙ্গে বেঁধে বেদম মারপিট করে।
এ ঘটনায় ৫ মে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ববিতার স্বামী সেনাসদস্য শফিকুল শেখসহ সাতজনকে আসামি করে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন ববিতার মা খাদিজা বেগম।