গৃহকর্মীর চেয়ে কম বেতন পান দেবযানী!
গৃহকর্মী সঙ্গীতা রিচার্ডসকে প্রতিশ্রুত বেতনের কম দেওয়ার অপরাধে ভারতীয় কূটনীতিক দেবযানীকে নিউইয়র্কে গ্রেফতারের ঘটনায় যুক্তরাষ্ট্র-ভারতের সম্পর্কে উত্তেজনা ছড়িয়েছে।যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের দাবি, দেবযানী খোবরাগড়ে গৃহকর্মী সঙ্গীতাকে সাড়ে চার হাজার মার্কিন ডলার মাসিক বেতন দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে যুক্তরাষ্ট্রে নিয়ে এসেছেন। এ বেতন নিউইয়র্কে ন্যূনতম হিসেবে বিবেচিত। কিন্তু দেবযানী সঙ্গীতাকে মাসে মাত্র ৫৭৩ ডলার দিতেন।
দেবযানী নিজের বেতনের চেয়ে সঙ্গীতাকে ৪শ মার্কিন ডলার বেশি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন! দেবযানীর বেতন মাসে ৪ হাজার ১শ মার্কিন ডলার। ভারত সরকারই দেবযানীর এ বেতনের কথা জানিয়েছে।
এদিকে আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী সঙ্গীতা রিচার্ডকে মাসে ন্যূনতম সাড়ে ৪ হাজার মার্কিন ডলার দেওয়ার প্রতিশ্রুতি চাওয়া হয়েছিল। কিন্তু ভারত সরকার জানিয়েছে, সরকারি কর্মকর্তা হিসেবে দেবযানী নিজেই মাত্র ৪ হাজার ১শ মার্কিন ডলার বেতন পান।
উল্লেখ্য, ২০১২ সালে সঙ্গীতাকে গৃহকর্মী হিসেবে নিয়োগ দেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা দেবযানী। ৪২ বছর বয়সী সঙ্গীতার বাড়ি ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায়।