গুলশান হামলা ‘হাসনাত-তামিম ছাড়াও ৭-৮ জন শনাক্ত’

16/08/2016 8:06 pmViews: 9
গুলশান হামলা
‘হাসনাত-তামিম ছাড়াও ৭-৮ জন শনাক্ত’
 
'হাসনাত-তামিম ছাড়াও ৭-৮ জন শনাক্ত'
ঢাকার গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় হাসনাত করিম, মেজর জিয়াউল হক, তামিম চৌধুরী, নুরুল ইসলাম মারজান ছাড়াও জড়িত আরও সাত-আটজনকে শনাক্ত করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানান।
ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের প্রধান মনিরুল বলেন, শনাক্তদের সাংগঠনিক নাম পাওয়‍া গেছে। এদের অনেকের বিষয়ে আরও তথ্য যাচাই-বাছাই চলছে।

Leave a Reply