গুলশান কার্যালয়ে বিদ্যুৎ সংযোগ দিয়েছে ডেসকো
ঢাকা : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ ফের চালু করে দিয়েছে ডেসকো।
শনিবার রাত ১০টার দিকে ডেসকোর ৬ জন কর্মী এসে বিচ্ছিন্ন বিদ্যুৎ লাইনের সংযোগ দেন। তারা এসময় কয়েক মিনিট কাজ করেন।
এরপর রাত ১০টা ১৫ মিনিটে গুলশান কার্যালয়ের আলো জ্বলে উঠে।
ডেসকো কর্মীরা জানান, তাদের লাইনের সমস্যার কথা জানানো হয়েছিল। তাই তারা এসে লাইন ঠিক করে দিয়েছেন।
ডেসকো কর্মীরা এরপর সেখান থেকে দ্রুত সটকে পড়েন।
প্রায় ২০ ঘণ্টা পর কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ পেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে কার্যালয়টির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল।