গুলশানের বাড়ি নিয়ে মওদুদ আহমদের রিভিউ খারিজ

04/06/2017 12:02 pmViews: 6
গুলশানের বাড়ি নিয়ে মওদুদ আহমদের রিভিউ খারিজ

সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের ভাই মঞ্জুর আহমদের নামে গুলশানের বাড়িটির মিউটিশন (নাম জারি) ও ডিক্রি জারি করতে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করে আপিল বিভাগ যে রায় দিয়েছিল তা বহাল রাখা হয়েছে।

আপিল বিভাগের রায় পুনর্বিবেচনা চেয়ে মঞ্জুর আহমদের করা এ সংক্রান্ত রিভিউ পিটিশন পর্যবেক্ষণসহ খারিজ করে দিয়েছে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ। রবিবার এই রায় দেওয়া হয়।

গুলশানের এই বাড়িতে গত তিন দশক ধরে বসবাস করছেন ব্যারিস্টার মওদুদ আহমদ। আদেশের পর তিনি সাংবাদিকদের জানান, এই বাড়িটি আমার জীবনের নানা স্মৃতির সঙ্গে জড়িত। অনেক প্রখ্যাত রাজনীতিবিদরাও এই বাড়িতে এসেছেন।

বাড়ি ছাড়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি এখনি বাড়ি ছাড়ছি না। এছাড়া আদালতও সরকারকে বাড়ির দখল সত্ব দেয়নি। ফলে বাড়ি ছাড়ার প্রশ্নই আসে না। আমি এখন বাড়ির মূল মালিকের সঙ্গে বোঝাপড়া করব।

এদিকে, এই বাড়ির বিষয়ে দুদকের করা মামলা বাতিল করে আপিল বিভাগ যে রায় দিয়েছে তা বহাল রাখা হয়েছে।

Leave a Reply