গুম-খুনে জড়িত র‌্যাব-পুলিশ সদস্যের বিচার হবেই: খালেদা জিয়া

30/06/2016 10:08 amViews: 10
গুম-খুনে জড়িত র‌্যাব-পুলিশ সদস্যের বিচার হবেই: খালেদা জিয়া
 
গুম-খুনে জড়িত র‌্যাব-পুলিশ সদস্যের বিচার হবেই: খালেদা জিয়া
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘দেশে গণতান্ত্রিক অবস্থা ফিরে আসলে আমরা অবশ্যই গুম হওয়া ব্যাক্তিদের খোঁজ করার চেষ্টা করব। না হলে এদের সঙ্গে যারা খারাপি করেছে, আমরা জানি র‌্যাব, পুলিশ, তখন র‌্যাবই ছিল সবচেয়ে বেশি শক্তিশালী; পুলিশও। এই র‌্যাব এবং পুলিশের যারা এই অন্যায়ের সঙ্গে যুক্ত তাদের কোনও দিন ক্ষমা করা হবে না। তাদের বিচার একদিন না একদিন হবেই। স্বজনকে ফিরে পেতে না পারি, কিন্তু বিচারটা পেলেও কিছুটা শান্তি হবে। এই আশাই করি।’
বুধবার গুলশান ২ এ লংবিচ হোটেলে বিএনপির গুম ও খুন হওয়া নেতাকর্মীদের পরিবার ও স্বজনদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। ইফতার মাহফিলে গুম হওয়া ৪৫ টি পরিবারের স্বজনরা উপস্থিত ছিলেন।

খালেদা জিয়া বলেন, আপনারা যারা এখনও নিজেদের স্বজনদের আশা করেন, তারা ফিরে আসবে। তারা হয়তো আছে কোথাও। আমরাও সে একই আশা নিয়ে বসে আছি। তারা হয়তো একদিন আমাদের মাঝে ফিরে আসবে। আবার আপনাদেরকে যেমন মা. বাবা, ভাই বোন বলে ডাকবে। আপনাদের আদর করবে। তেমনিভাবে দলের মধ্যে সকল নেতাকর্মীদের মধ্যে আমাদের মধ্যে আপন হয়ে থাকবে।

Leave a Reply