গুপ্তহত্যা শুরু করেছে বিএনপি জামায়াত : শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আন্দোলনের নামে পেট্রলবোমা হামলা চালিয়ে জনগণের কাছে প্রত্যাখ্যাত হয়ে বিএনপি-জামায়াত এখন দেশে গুপ্তহত্যা শুরু করেছে। রোববার গণভবনে কক্সবাজারের পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সদ্যপ্রয়াত সভাপতি আ ক ম শাহাবউদ্দীন ফরায়েজীর পরিবারের সদস্যদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন। গণভবনে গণমাধ্যম কর্মীদের এ তথ্য জানান প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব আসিফ কবির।
এদিকে আওয়ামী লীগের পার্লামেন্টারি বোর্ডের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় সরকার নির্বাচনে শুধু চেয়ারম্যান ও মেয়র পদে দলীয় প্রতীক ব্যবহারে তার মত ব্যক্ত করেন। বলেন, আসন্ন সংসদ অধিবেশনে এ বিষয়ে নীতিমালা চূড়ান্ত করা হবে। সংশ্লিষ্ট সূত্র যুগান্তরকে এ তথ্য জানিয়েছে।
আওয়ামী লীগের পার্লামেন্টারি বোর্ডের বৈঠক শুরুর আগে শাহাবউদ্দীন ফরায়েজীর স্ত্রী, পুত্র এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ফরায়েজীর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। ওই সময় নিহতের পরিবার অভিযোগ করে, বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দীন আহমেদের লোকেরা ফরায়েজী হত্যাকাণ্ডে জড়িত। ওই এলাকায় সালাহউদ্দীনের অনুসারী বিএনপি এবং জামায়াতের নেতাকর্মীরা এ ধরনের নাশকতা চালিয়ে আসছে। পরিবারের সদস্যরা আরও জানান, শাহাবউদ্দীনকে হত্যা করার পর দুর্বৃত্তরা তার শরীর এসিড দিয়ে ঝলসে দেয়। ঘটনার দিন (৬ অক্টোবর) ওই এলাকায় ঝড়-বৃষ্টি হচ্ছিল, হত্যাকাণ্ডের দায় বজ পাতের ওপর চাপানোর জন্য এসিড ছোড়া হয়।
সাক্ষাৎকালে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য, সাবেক ছাত্র নেতা আমিনুল ইসলাম আমিন, পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম প্রমুখ উপস্থিত ছিলেন।
মৌলভীবাজার ৩ উপনির্বাচনে ফরম বিতরণ ৬ ও ৭ নভেম্বর : মৌলভীবাজার ৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আবেদন ফরম বিতরণ করা হবে ৬ ও ৭ নভেম্বর। বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ২৫ হাজার টাকার বিনিময়ে মনোনয়নপ্রত্যাশীরা ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয় থেকে এ ফরম সংগ্রহ করতে পারবেন। ৮ নভেম্বর পর্যন্ত ফরম জমা দেয়া যাবে। রোববার রাতে গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগ পার্লামেন্টারি বোর্ডের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৮ নভেম্বর পর্যন্ত বৈঠক মুলতবি করা হয়েছে। ওই দিন মনোনয়নপত্র সংগ্রহকারী প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর প্রার্থীর নাম ঘোষণা করা হবে। মৌলভীবাজার ৩ আসনের সরকারদলীয় এমপি, সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর মৃত্যুতে আসনটি শূন্য হয়। ৮ ডিসেম্বর ওই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
এ উপনির্বাচন ছাড়াও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হয়। প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বানচাল ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এসব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। দলীয় ব্যানারে স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, চেয়ারম্যান ও মেয়র পদে তা সীমাবদ্ধ রাখা উচিত। এ বিষয়ে নীতিমালা নির্ধারণ করতে আসন্ন সংসদ অধিবেশনে বিল আনা হবে। বৈঠকে তোফায়েল আহমেদ শিক্ষকদের বেতনের বিষয়ে কথা বলেন।