গায়ের জোরে ক্ষমতা দখল করে আছে এ সরকার: খালেদা
ডেস্ক : : অস্ত্রের জোরে ক্ষমতায় থাকা যায় না, ক্ষমতায় ঠিকে থাকতে হলে জনসমর্থন থাকতে হয় তা এ সরকারের নেই তারপরও তারা গায়ের জোরে ভোট করে ক্ষমতা আকড়ে আছে- বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাই রাজনৈতিক সঙ্কট সমাধানে অতিদ্রুত আলোচনায় বসার আহ্বান জানান তিনি। সোমবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি আয়োজিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন।
জনগণের সমর্থন থাকতে হয়, এ ভোট দেশের জনগণ মানেনি তাই অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেয়ার আহ্বান জানিয়েছেন খালেদা জিয়া।
খালেদা জিয়া বলেন, আজকের সমাবেশ প্রমাণ করেছে যে জনগণ আমাদের সঙ্গে রয়েছে। ক্ষমতায় থাকতে হলে জনগণের সমর্থন থাকতে হয়। যৌথ বাহিনীর অভিযানের নামে জনগণের উপর নির্যাতন বন্ধ করুন, এ প্রহসনের নির্বাচন জনগণ মানেনি। আজীবন ক্ষমতায় থাকার জন্য সংবিধান সংশোধন করা হয়েছে।
তিনি আরো বলেন, সরকার সঠিক ব্যাখ্যা না দিয়ে ইনকিলাব কাগজ বন্ধ করেছে, একটার পর একটা পত্রিকা বন্ধ করে সাংবাদিকদের জেলে নিচ্ছে।
খালেদা জিয়া বলেন, এ সরকার উন্নয়নের সম্পদ চুরি করে, বিদেশে টাকা পাচার করেছে—বিএনপি নয়। আমাদের কাছে সব তথ্য রয়েছে। জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরাতে সংখ্যালঘুদের উপর হামলা করছে, এর দায়-দায়িত্ব সরকারের। সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ও দোষীদের শাস্তি দিতে সরকার ব্যর্থ হয়েছে। এ সরকার জনগণের সরকার নয়, এ সরকার সন্ত্রাসীদের সরকার।
তিনি বলেন, আমারা জনগণের জন্য কাজ করবো, সকল ধর্মের মানুষকে সমান অধিকার দিয়ে আমরা এ দেশের মানুষের অধিকার নিশ্চিত করবো।
খালেদা জিয়া বলেন, বিএনপি নেতাদের অন্যায়ভাবে গ্রেপ্তার করে রাখা হয়েছে। তাই সব রাজবন্দীদের অবিলম্বে মুক্তির দাবি জানান তিনি। এবং আশা করি ২৯ জানুয়ারির কর্মসূচিতে বাধা দেবে না সরকার।
এর আগে, সকাল থেকেই রাজধানীসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করে।