গারো তরুণী ধর্ষণ : ১০ দিনের রিমান্ডে তুষার-লাভলু
২৮ মে, ২০১৫
চলন্ত মাইক্রোবাসে তুলে নিয়ে গারো তরুণীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার আশরাফ ওরফে তুষার ও মাইক্রোবাস চালক লাভলুর ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার সকালে ভাটারা থানার পরিদর্শক (ওসি-তদন্ত) সাজ্জাদ হোসেন আদালতে আসামিদের হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন জানান।
শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম অমিত কুমার দে’র আদালত তাদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ২১ মে রাতে কুড়িল বিশ্বরোড থেকে গারো ওই তরুণীকে মাইক্রোবাসে তুলে নিয়ে ধর্ষণ করা হয়। ওই তরুণী যমুনা ফিউচার পার্কের একটি শো-রুমে বিক্রয়কর্মী হিসেবে কাজ করেন। এ ঘটনার পর শুক্রবার রাজধানীর ভাটারা থানায় মামলা করেন ওই তরুণী।
মঙ্গলবার রাতে রাজধানী ঢাকা ও পর্যটন এলাকা কুয়াকাটা থেকে তুষার ও লাভলুকে গ্রেফতার করে র্যাব।
বুধবার এক সংবাদ সম্মেলনে র্যাব দাবি করে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই দুইজন তরুণীকে ধর্ষণের কথা স্বীকার করেছে। ধর্ষক ৫ জন নয়, ২ জনই ছিল বলে জানায় র্যাব। তবে র্যাব বলে, তদন্তে সাপেক্ষে আরো বিস্তারিত জানা যাবে।
র্যাব জানায়, ধর্ষণের ঘটনাটি পূর্ব পরিকল্পিত। অনেক আগে থেকেই ধর্ষকরা ওই তরুণীকে ধর্ষণের পরিকল্পনা করে। ঘটনার দিন রাতে ওই গারো তরুণীকে উত্তরাতে পৌঁছে দেয়ার কথা বলে মাইক্রোবাসে তোলে। পরে মেরে ফেলার হুমকি দিয়ে তাকে ধর্ষণ করে। ধর্ষণের পর তাকে উত্তরার জসিম উদ্দিন রোডে ফেলে রেখে যায়। ধর্ষণ করার সময় কুড়িল বিশ্বরোডের উপর দিয়ে কয়েকবার মাইক্রোবাসটি ঘোরানো হয় বলে জানায় র্যাব।