গাবতলীতে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, সংঘর্ষ, আহত ১০
গাবতলীর পর্বত এলাকায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে পুলিশ। এসময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়। সংঘর্ষে ১০ বছরের এক শিশু গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক। আহত শিশুর পরিচয় জানা যায়নি।
সরজমিনে দেখা গেছে, বেলা ১২টার দিকে বিএনপির ৩০-৪০ জন নেতাকর্মী বেড়িবাঁধ সড়ক দিয়ে বের হয়ে পর্বত সিনেমা হলের সামনে জড়ো হওয়ার চেষ্টা করেন। এসময় রাস্তার অপরপাশে গাবতলী গরুর হাটের কাছে থাকা যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা রাস্তা পার হয়ে তাদের ধাওয়া করে। এসময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল ছোড়াছুড়ি হয়। তবে পুলিশের ধাওয়ায় বিএনপি নেতাকর্মীরা পরে এলাকা ত্যাগ করেন।