গাফফার চৌধুরীর নাগরিকত্ব বাতিল দাবি হেফাজতের
গাফফার চৌধুরীর নাগরিকত্ব বাতিল দাবি হেফাজতের
০৫ জুলাই ২০১৫,রবিবার
আল্লাহর ৯৯ নাম নিয়ে কটাক্ষ করায় আব্দুল গাফ্ফার চৌধুরীর নাগরিকত্ব বাতিলের দাবি জানিয়েছে হেফাজত নেতৃবৃন্দ। আজ রোববার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী এ দাবি জানান।
বিবৃতিতে হেফাজত নেতৃবৃন্দ বলেন, ৩ জুলাই নিউইয়র্ক বাংলাদেশ স্থায়ী মিশনের এক অনুষ্ঠানে প্রবাসী বিতর্কিত লেখক ও তথাকথিত বুদ্ধিজীবী আবদুল গাফফার চৌধুরী আল্লাহর গুণবাচক ৯৯ নাম ও কয়েকজন সম্মানিত সাহাবীকে নিয়ে যে তামাশা ও জঘন্য উক্তি করেছেন তার ফলে তিনি ইসলাম থেকে খারিজ হয়ে মুরতাদ হয়ে গেছেন। তওবা করে পুনরায় ইসলাম গ্রহণ করা ছাড়া তিনি মুসলমান পরিচয় বহন করতে পারবেন না।
তারা বলেন, আমরা সরকারের উদ্দেশে বলতে চাই, সরাসরি আল্লাহর নাম নিয়ে জঘন্য উক্তি, সাহাবায়ে কেরামের প্রতি বিভ্রান্তিকর ও অপমানসূচক মন্তব্যকারী মুরতাদ গাফফার চৌধুরীর নাগরিকত্ব বাতিল করা হোক। তাকে যেন কোনোভাবেই বাংলাদেশে প্রবেশ করতে না দেয়া হয়। কারণ মহান আল্লাহ, বিশ্বনবী মুহাম্মদ সা., সাহাবাদের নিয়ে জঘন্য উক্তি করে তিনি ধৃষ্টতার সব সীমা ইতোমধ্যে অতিক্রম করেছেন। বাংলাদেশের ১৬ কোটি নবীপ্রেমিক মুসলিম জনতা ধর্মত্যাগী এ মুরতাদের ফাঁসি চায়। জনদাবি উপেক্ষা করে তাকে বাংলাদেশে প্রবেশ করতে দেয়া হলে ব্যাপক গণপ্রতিরোধ শুরু হবে।
হেফাজত নেতৃবৃন্দ বলেন, হযরত আবু বকর সিদ্দিক রা. ও হযরত আবু হুরায়রা রা. এর নাম নিয়েও গাফফার চৌধুরীর ধৃষ্টতা অমার্জনীয়। তার মুর্খতার জবাবে বলতে চাই, আবু বকরের যে অর্থ তিনি বলেছেন এটা সম্পূর্ণ ভুল ও বিভ্রান্তির এবং আবু হুরায়রা রা. এর নামের অর্থও বাস্তবে তেমনটি নয় যা তিনি দাবি করেছেন। উপরন্তু আবু হুরায়রা রা. এর আসল নামও নয় এটি। তাছাড়া আবু হুরায়রা উপাধি জাহিলী যুগের নয় বরং প্রিয়নবীজির দেয়া প্রীতিসূচক উপাধি।
তারা প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, গাফফার চৌধুরী ও লতিফ সিদ্দিকীদের মতো বিষধর সাপগুলোকে সময় থাকতে যদি শায়েস্তা করা না হয় তাহলে বর্তমান সরকারের অপমৃত্যুর জন্য কোনো বিরোধীদল ও রাজনৈতিক আন্দোলনের দরকার হবে না। নিজেদের কল্যাণ ও ভবিষ্যতের কথা চিন্তা করে অবিলম্বে লতিফ সিদ্দিকী ও তার নব্যদোসর গাফফার চৌধুরীকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করুন। অন্যথায় সারাদেশে সর্বস্তরের আল্লাহ ও রাসুলপ্রেমিক লাখো জনতা দুর্বার আন্দোলন গড়ে তুলতে বাধ্য হ