গাপটিলের ব্যাটিং তাণ্ডবে উড়ে গেল শ্রীলংকা
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডের পর দ্বিতীয় ওয়ানডেতেও রীতিমত বিধ্বস্ত হয়েছে শ্রীলংকা। সফরকারী শ্রীলংকাকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে কিউইরা। ওপেনিং ব্যাটসম্যান মার্টিন গাপটিলের ব্যাটিং তাণ্ডব দেখেছে বিশ্ব। মাত্র ৩০ বলে তিনি ৯৩ রানে অপরাজিত থাকেন। ১৭ বলে করেন হাফ সেঞ্চুরি। এদিন অল্পের জন্য দ্রুততম শতক এবং অর্ধশতকের মালিক হতে পারেননি এ কিউই ব্যাটসম্যান। এর আগে ১৬ বলে ফিফটি এবং ৩১ বলে শতক করেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স।
ক্রাইশচার্যে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলা ম্যাথিউস। ব্যাট করতে নেমে মাত্র ২৭.৪ বলে ১১৭ রানে অলআউট হয় লংকানরা। নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন ম্যাট হেনরি। এছাড়া মিচেল ম্যাক্লেনাগান ৩ ও ইস সোধী ও ব্রাসওয়েল নেন ১টি করে উইকেট।
শ্রীলংকার দেওয়া ১১৮ রানের সহজ লক্ষ্যে খেলতে মাত্র ৮.২ ওভারেই বিনা উইকেটে জয়ের লক্ষ্যে পৌছে যায় নিউজিল্যান্ড। ৯ চার এবং ৮ ছয়ে ৩০ বলে ৯৩ রান করেন গাপটিল। তার পার্টনার লাথাম করেন মাত্র ১৭ রান। নিজের দেশের খেলোয়াড়দের মধ্যে দ্রুততম অর্ধশতকের মালিক হলেন গাপটিল। অবশ্য ইনিংসের শুরুতেই ক্যাচ তুলে দিয়েছিলেন গাপটিল। তবে সেই ক্যাচ রাখতে পারেননি মিলিনডা।