গাজীপুর সিটি মেয়র এম এ মান্নান সাময়িক বরখাস্ত

19/08/2015 6:35 pmViews: 5
গাজীপুর সিটি মেয়র এম এ মান্নান সাময়িক বরখাস্ত

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অধ্যাপক এম এ মান্নানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (সিটি কর্পোরেশন-২) শাখার সহকারি সচিব এ কে এম আনিছুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে বরখাস্তের আদেশ জারি করা হয়।

গাজীপুর সিটি করপোরেশনের সহকারী সচিব নেজামুল হক জানান, বুধবার দুপুর ২টার দিকে মেয়র মান্নানকে সাময়িক বরখাস্তের আদেশের কপি ই-মেইলের মাধ্যমে পাওয়া গেছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, তার বিরুদ্ধে দায়েরকৃত জয়দেবপুর থানায় ফৌজদারি মামলা অভিযোগপত্র গাজীপুর জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে গত ১২ মে গৃহিত হয়েছে। যেহেতু স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ (২০০৯ সালের ৬০ নং আইন) এর ধারা ১২ এর উপধারা (১) মোতাবেক সিটি করপোরেশনের মেয়র বা কাউন্সিলরের বিরুদ্ধে ফৌজধারি মামলায় অভিযোগপত্র আদালতে গৃহীত হলে তাকে সাময়িক বরখাস্ত করার বিধান রয়েছে। সেহেতু গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অধ্যাপক এম এ মান্নানকে ওই ধারার প্রদত্ত ক্ষমতাবলে সাময়িকভাবে বরখাস্ত করা হল।

Leave a Reply