গাজীপুরে শ্রমিক বিক্ষোভ : আগুন, গুলি, আহত দু’শতাধিক

22/09/2013 7:42 pmViews: 24

Gazipur-22ন্যূনতম মজুরি আট হাজার টাকা ও জিএসপি সুবিধা পুনর্বহালসহ বিভিন্ন দাবিতে রবিবারও গাজীপুরে পোশাক শ্রমিকরা বিক্ষোভ, গাড়ি ও কারখানা ভাঙচুর, মহাসড়ক অবরোধ করেছে। আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় পুলিশের। এ সময় পুলিশ ও পথচারীসহ অন্তত দুই শতাধিক শ্রমিক আহত হয়েছে।

রাত সাড়ে ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিক্ষোভ চলছিল।

রবিবার সকাল থেকেই বিভিন্ন কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ করতে থাকে। বিক্ষুদ্ধ শ্রমিকরা জেলার বিভিন্ন এলাকায় সড়ক মহাসড়ক অবরোধ করে এবং কারখানা ও যানবাহন ভাঙচুর করে। এসময় তারা বিভিন্ন কারখানা ও গাড়িতে আগুন দেয়। আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশ ও র্যাবের দফায় দফায় সংঘর্ষে ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় গাজীপুরের শিল্প এলাকাগুলো রণক্ষেত্রে পরিণত হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ, টিয়ার শেল ও গুলি চালায়। শ্রমিক ও আইন-শৃঙ্খলা বাহিনীর এ সংঘর্ষে পুলিশ ও পথচারীসহ অন্তত দুই শতাধিক শ্রমিক আহত হয়।এ ঘটনায় জেলার শতাধিক কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় বহিরাগত শ্রমিকরা গাজীপুর সদরের মালেকের বাড়ি এলাকার এলিট গার্মেন্টস ও ভোগড়া এলাকার স্কয়ার গার্মেন্টসে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে। এসময় তারা এলিট গার্মেন্টস কারখানায় রাখা কয়েকটি গাড়ি ভাঙচুর করে এবং একটি গাড়িতে অগ্নি সংযোগ করে। রাতেও ওই এলাকায় আন্দোলনরত শ্রমিকরা বিক্ষোভ করতে থাকে।

বিকালে গাজীপুর মহানগরের নাওজোর এলাকার দিগন্ত সোয়েটার কারখানা ও আশপাশের এলাকার কয়েকটি গার্মেন্টসের শ্রমিকরা একই দাবিতে কর্মবিরতি করে বিক্ষোভ করে। বিক্ষুদ্ধ শ্রমিকরা রাস্তায় নেমে এসে সড়ক অবরোধ করে। পরে পুলিশ এসে লাঠি চার্জ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

তারা জানায়, সকাল সোয়া ৮টার দিকে কালিয়াকৈর উপজেলা চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকার ইন্টারস্টপ এ্যাপারেলস লিমিটেড কারখানার পোশাক কারখানার শ্রমিকরা আন্দোলনের সূচনা করে। পরে জেলার বিভিন্ন শিল্প এলাকায় আন্দোলন ছড়িয়ে পড়ে এবং সারাদিন দফায় দফায় আইন-শৃঙ্খলা বাহিনী ও শ্রমিকদের সংঘর্ষ হয়।

এ আন্দোলনে যোগ দেয় ডিভাইন টেঙটাইল লিমিটেড, ইকোটেঙ লিমিটেড, ট্রপিক্যাল নিটেঙ,  আয়মন টেঙটাইল লিমিটেড, মোতমায়েন হোসিয়ারী লিমিটড, এপেঙ ফার্মা লিমিটেড, এপেঙ ফুটওয়্যার লিমিটেড, স্টারলিং এ্যাপারেলস লিমিটেড, আর এল ডাইং লিমিটেড, উইনটেড সোয়েটার এবং গোমতী টেঙটাইল লিমিটেড কারখানার শ্রমিকরা।

কারখানা কর্তৃপক্ষ জানায়, সকালে ২/৩ হাজার বহিরাগত শ্রমিক লাঠি-সোটা নিয়ে মিছিল সহকারে কোনাবাড়ি-কাশিমপুর সড়কের পাশে যমুনা ডেনিমস কারখানায় হামলা চালায়। শ্রমিকরা কারখানার পূর্ব পাশের বাউন্ডারির ওয়াল ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। তারা কারখানার অফিসে ফ্রেব্রিকস গুদামে আগুন ধরিয়ে দিলে গুদামের বিপুল পরিমাণ কাপড় পুড়ে যায়। এ সময় শ্রমিকরা তান্ডব চালিয়ে নিটিং সেকশন, অপটিমড জিমন্স, স্যাম্পলন সেকশনসহ কারখানায় ভাঙচুর করে এবং ইট-পাটকেল নিক্ষেপ করে।

Leave a Reply