গাজীপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৬, আহত ১৫

25/10/2013 9:51 amViews: 8

accident10গাজীপুর প্রতিনিধি:ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভাওয়াল জাতীয় উদ্যানের সামনে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছের ১৫ জন। এরমধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার সকাল ৮টার দিকে ভাওয়াল জাতীয় উদ্যানের ৪ নম্বর গেটের সামনে ওই দুর্ঘটনা ঘটে।

নিহত ৬ জনের মধ্যে ৩ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন গাজীপুর সদর উপজেলার শিরিরচালা গ্রামের জমির আলী (৬২) ও বাস চালক একই উপজেলার ভাওয়াল গড় ইউনিয়নের রুদ্রপুর গ্রামের গনি মিয়ার ছেলে আবুল কাউসার (২৫) ও বগুড়ার বালুর হাট গ্রামের আমজাদ হোসেনের ছেলে আরিফ (২৫)। আরিফ শ্রীপুরের মাধখোলা গ্রামে থেকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করতেন।

নিহতদের মধ্যে জমির আলীর মৃতদেহ ঘটনাস্থল থেকে তার নিজ গ্রামে নিয়ে যাওয়া হয়েছে।

এছাড়া, গুরুতর আহত ৮ জন হলেন শ্রীপুর উপজেলার মাধখোলা ও মাওনা এলাকার ওসমান মিয়ার ছেলে নয়ন মিয়া (২২), আমির উদ্দিনের ছেলে আরিফ হোসেন (১৮), ইস্কান্দার আলীর ছেলে ইব্রাহীম (১৮), বাদশা মিয়ার ছেলে শ্যামল (২২), আবুল হোসেনের ছেলে হিরু মিয়া (৩৫), আব্দুল আজিজের ছেলে তৌফিক (২০)। অপর দু’জন হলেন গাজীপুর সদর উপজেলার চান্দনা এলাকার গণি মিয়ার ছেলে ওবায়দুল হক (২১) ও একই থানার ভাওয়াল মির্জাপুর গ্রামের শ্যামল কর্মকারের ছেলে বলাই কর্মকার (৪০)।

আহতরা গাজীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, সকাল ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভাওয়াল জাতীয় উদ্যানের ৪নং গেটের সামনে ঢাকাগামী যাত্রীবাহী বাসের (ঢাকা মেট্রো-জ-১৪-২১২০) সঙ্গে বিপরীতমুখী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। দুর্ঘটনায় গাড়ি দু’টি দুমড়ে-মুচড়ে গেছে। এতে ঘটনাস্থলে ৫ জন নিহত ও হাসপাতালে নেওয়ার পর আর ১জন মারা যান।

Leave a Reply