গাজীপুরে জমি নিয়ে বিরোধে গুলিতে নিহত ১
গাজীপুরে দুটি শিল্প গ্রুপের সীমানা বিরোধকে ঘিরে গুলিতে একজন নিহত এবং ১০ আহত হয়েছেন। শুক্রবার সকালে জেলার শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকায় উত্তরা স্পিনিং মিল এবং অপর শিল্প প্রতিষ্ঠান আরিফ গ্রুপের জমির সীমানা নিয়ে বিরোধের জের ধরে এই ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করেছে। তবে নিহতের পরিচয় জানা যায়নি।
আরিফ গ্রুপের বহিরাগত লোকজন উত্তরা স্পিনিং মিলের লোকজনের ওপর হামলা চালায়। এতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় একজন শ্রমিক গুলিতে নিহত এবং ১০ জন আহত হন।