গাজীপুরে জঙ্গি আস্তানা সন্দেহে দুই বাড়িতে অভিযান চলছে, নিহত ২
গাজীপুরের হরিনাল এলাকার পশ্চিমপাড়ার আতাউর রহমানের এক তলা বাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান চলছে। একই সন্দেহে এক কিলোমিটার দূরে পার্শ্ববর্তী নোয়া গাঁও পাতারটেক এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে জনৈক ওসমানের বাড়িতে ভোর থেকে অভিযান শুরু করা হয়। এরই মধ্যে কাউন্টার টেরোরিজম ও সোয়াত বাহিনী ওই আস্তানায় প্রায় আড়াই শতাধিক রাউন্ড গুলি বর্ষণ করেছে। গোলাগুলি অব্যাহত রয়েছে। তবে ভিতরের অবস্থা জানা যাচ্ছে না। এর আগে গাজীপুর পুলিশ সুপার হারুনুর রশিদ পাতার টেক এলাকার ওই বাড়ির চারপাশ পরিদর্শন করেছেন। তিনিসহ কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান ও ঢাকা অতিরিক্ত ডিআইজি মনিরুল ইসলাম অভিযানস্থলেই আছেন। এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ঘটনাস্থলে শনিবার দুপুর ৩টা ৪০ মিনিটে পৌঁছেছেন। তিনি ঘটনাস্থল পরিদর্শন করছেন। এরপর তিনি ব্রিফ করবেন বলে জানা গেছে। অভিযান এখনো চলছে বলে র্যা ও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
অতিরিক্ত ডিআইজি মনিরুল ইসলাম বলেন, ‘খুব সতর্কতার সঙ্গে অভিযান চলছে। জঙ্গিরাও ভেতর থেকে থেমে থেমে গুলি করছে। জঙ্গি আকাশ ও তার সহযোগীরা এই বাড়িতে অবস্থান করছে এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হচ্ছে।’
দুপুর পৌণে দুইটার দিকে বর্তমানে অতিরিক্ত আইজিপির দায়িত্বে থাকা জাভেদ পাটুয়ারী, অতিরিক্ত আইজিপি প্রসাশন মোখলেসুর রহমান এবং ডিএমপির যুগ্ন কমিশনর মো. আবুদল বাতেন ঘটনাস্থলে এসেছেন। এখনো তারা ঘটনাস্থলে রয়েছেন।
জানা গেছে, শনিবার ভোর থেকে জঙ্গি উপস্থিতির নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ওই দুই বাড়িতে অভিযান শুরু করা হয়। এলাকার কৌতুহলী জনতা ওই দুই বাড়ির আশপাশে ভিড় জমিয়েছেন।
র্যাবের সিনিয়র এএসপি মিজানুর রহমান ভুঞা জানান, আতাউর রহমানের বাড়িতে অভিযানে সন্দেহভাজন দুই জঙ্গি আইন-শৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন। তবে তাদের পরিচয় জানা যায়নি।
আরো জানা গেছে, আতাউর রহমান এক মাস আগে এক তলা একটি ভবন নির্মাণের পর ভবনের সবগুলো কক্ষ ভাড়া দেন। ওই বাড়ির একটি কক্ষে দুইজন ছাত্র থাকতেন। তাদেরকে জঙ্গি বলে সন্দেহ করা হচ্ছে। তিনি কালীগঞ্জ উপজেলার পুনসাইয়ের বাসিন্দা। তিনি আগে বিদেশ থাকতেন।